ঢাকা টু কক্সবাজার বাসের সময়সূচী ২০২৫- ভ্রমণ টিপস

আপনি কি ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের জন্য যেতে চাচ্ছেন। কিন্তু বাসের ভাড়া বা সময়সূচী সম্পর্কে জানেন না। আজকে আমাদের এই আর্টিকেলর মাধ্যমে সবকিছু ভালোভাবে ও বিস্তারিত ঢাকা থেকে কক্সবাজারের ভাড়াও সময়সূচী জানানোর চেষ্টা করবো।

আপনারা অনেকেই ঘরে বসে জানতে চানতে চান ঢাকা টু কক্সবাজারের ভাড়া কেমন কি। ঢাকা টু কক্সবাজার অনেক বাস চলাচল করে। আসেন আজকের পোস্টের মাধ্যমে বর্তমান বাসের সময়সূচী সম্পর্কে জানবো।

সূচিপত্রঃ ঢাকা টু কক্সবাজার বাসের সময়সূচী জানুন

ঢাকা টু কক্সবাজার বাসের সময়সূচী জানুন

আপনি হয়তো দেখে থাকবেন যে ঢাকা টু কক্সবাজর বাসের সময়সূচী অনুনয়ী অনেক বাস চলাচল করতে। বাংলাদেশ রাজধানী থেকে আমরা অনেকেই কক্সবাজার ভ্রমণ করে থাকি বা যাওয়ার চেষ্টা করি। বিভিন্ন সময়ে বিভিন্ন বাস যায় কক্সবাজারে নিচে তালিকা করে দেখানো হলোঃ

বাসের নাম বাস ছাড়ার সময় বাস পৌঁছানোর সময়
শ্যামলী পরিবহন (এসপি) রাত ০৮:৩০/১০:০০ সকাল ০৬:০০/০৭:৩০
শ্যামলী পরিবহন ((এনআর) রাত ০৭:৩০/১০:১৫ সকাল ০৬:০০/০৭:৪৫
দেশ ট্রাভেলস সকাল ০৮:০০/রাত ১১:১৫ সকাল ০৬:০০/০৮:০০
সোহাগ পরিবহন রাত ১০:১৫/১১:১৫ সকাল ০৭:৪০/০৮:৩০
গ্রীন লাইন পরিবহন (স্লিপার) রাত ০৯:১৫/১০:১৫ সকাল ০৬:৩০/০৮:১৫
গ্রীন লাইন পরিবহন রাত ০৭:৪৫/১১:২০ সকাল ০৫:৩০/০৮:৩০
সেন্টমার্টিন পরিবহন রাত ০৯:১৫/১০:০০ সকাল ০৬:১৫/০৭:৪৫
সেন্টমার্টিন হুন্ডাই রাত ০৮:১৫/১১:৪৫ সকাল ০৬:৩০/০৮:১৫
সেঁজুতি ট্রাভেলস রাত ০৭:৪৫/০৯:৪৫ সকাল ০৫:৫০/০৭:৪৫
হানিফ এন্টারপ্রাইজ রাত ১০:০০/১০:৩০ সকাল ০৮:০০/০৮:৩০
মিয়ামি এয়ার কন সন্ধ্যা ০৬:৩০/০৮:৪৫ সকাল ০৫:৩০/০৮:৩০
স্টার লাইন সন্ধ্যা ০৬:৫০/০৭:৪৫ সকাল ০৬:১০/০৭:০০
ঈগল পরিবহন রাত ০৮:০০/০৯:৪৫ সকাল ০৫:৪৫/০৭:৪৫
এনা পরিবহন রাত ০৮:৪০/০৯:৪৫ সকাল ০৬:৪৫/০৭:৩০
সৌদিয়া কোচ সার্ভিস বিকাল ৫:৩০/রাত ১০:০০ সকাল ০৪:৩০/০৭:৪৫
রয়েল কোচ রাত ০৭:০০/১০:৩০ সকাল ০৫:০০/০৭:৪৫
শিথিল পরিবহন রাত ০৮:৪৫/০৯:৪৫ সকাল ০৭:০০/০৭:৫০

ঢাকা টু কক্সবাজার বাস ভাড়াসমূহ

ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া উপরে অনেকগুলো বাসের নাম বলা হয়েছে। বাস যেহেতু আলাদা আলাদা তাই বাসের ভাড়াও আলাদা আলাদা হবে এটাই স্বাভাবিক। ঢাকা টু কক্সবাজার যে বাসগুলো চলাচল করে কিছু বাসে এসি দেওয়া থাকে আবার অনেক বাসে এসি দেওয়া থাকে না। আপনারা অনেকেই এসিযুক্ত বাস পছন্দ করেন আবার কেউ পছন্দ করে না। যেসব বাসে এসি আছে যেবাসগুলোর ভাড়া তুলনামূলক বেশি হয়ে থাকে। নিচে তালিকা করে এসি বাসের ভাড়া ও এসি ছাড়া বাসের ভাড়া দেখানো হলোঃ 
বাসের নাম এসি বাসের ভাড়া এসি ছাড়া বাসের ভাড়া
শ্যামলী পরিবহন (এসপি) ২১০০ ৮০০
শ্যামলী পরিবহন (এনআর) ১২৫০ ৭৫০
দেশ ট্রাভেলস ১৭০০ ৮০০
সোহাগ পরিবহন ১৬৫০ ৮০০
গ্রীন লাইন পরিবহন (স্লিপার) ২৩৫০ ৮০০
গ্রীন লাইন পরিবহন ১৩৭০ ৮০০
সেন্টমার্টিন পরিবহন ১৭৫০ ৯৪০
সেন্টমার্টিন হুন্ডাই ১৫০০ ৯০০
সেঁজুতি ট্রাভেলস ১৩৫০-১৫৫০ ৮০০
হানিফ এন্টারপ্রাইজ ২০০০ ৮৫০
মিয়ামি এয়ার কন ১৫৫০ ৮০০
স্টার লাইন ১১৫০ ৮০০
ঈগল পরিবহন ১৫০০ ৮০০
এনা পরিবহন ১২৫০-১৬০০ ৮০০
সৌদিয়া কোচ সার্ভিস ১১৫০ ৮০০
রয়েল কোচ ১৫০০-১৭৫০ ৮০০
শিথিল পরিবহন ১৭৫০ ৭৫০

ঢাকা টু কক্সবাজার স্লিপার বাস ভাড়া

ঢাকা টু কক্সবাজার অনেক ধরনের আধুনিক স্লিপার কোচ চলাচল করছে। ভ্রমণ লোকদের কাছে এই বাসগুলো বেশ জনপ্রিয়, কারণ কারণ আরামদায়ক আসন শোবার সুবিধা এবং নিরাপদ যাত্রার জন্য স্লিপার বাস অন্য সাধারণ নন এসি বা এসি কোচের তুলনায় অনেক বেশি স্বচ্ছন্দ্যময়। অনেকেই ভ্রমণের আগে আপনারা ইন্টারনেট থেকে দেখেন ঢাকা টু কক্সবাজারের স্লিপার বাসের ভাড়া কেমন কি তা সার্চ করে থাকেন। তাই আপনাদের সুবিধার জন্য নতুন আপডেট তথ্য এই পোস্টটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। নিচে কিছু জনপ্রিয় স্লিপার বাস সার্ভিস ভাড়া দেখানো হলোঃ 

বাস সার্ভিসের নাম সেবা শ্রেণী টিকিটের দাম
গ্রীন লাইন স্লিপার কোচ ২২০০-২৭০০
দেশ ট্রাভেলস বিজনেস ক্লাস ২০০০
সেন্টমার্টিন পরিবহন বিজনেস ক্লাস  ২০০০
রিল্যাক্স ট্রান্সপোর্ট বিজনেস ক্লাস  ২০০০
প্রেসিডেন্ট ট্রাভেলস বিজনেস ক্লাস  ২২০০
শ্যামলী এন আর ট্রাভেলস ইকোনমি ক্লাস ১১০০-১৪০০ 

ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যের মধ্যে কক্সবাজার অন্যতম। সমুদ্রের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো ভ্রমণ করে আসে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে সেখানে ছুটি যান। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক ও আরামদায়ক যাতায়াতের সেরা মাধ্যমে হলো ট্রেন। ঢাকা কক্সবাজার রুটে বর্তমানে বাংলাদেশ রেলওয়ে দুটি আন্তঃনগর ট্রেন পরিচালনা করেছে যেমনঃ কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। এই দুটি আধুনিক ট্রেন ঢাকা কমলাপুর, ঢাকা বিমানবন্দর ও চট্রগ্রাম স্টেশন যাত্রাবিরতি করার পর কক্সবাজারে পৌঁছায়। 

সরাসরি ট্রেন চালু হওয়া যাত্রীদের আর অতিরিক্ত ভোগান্তি কিংবা সময় অপচয়ের শিকার হতে হচ্ছে না আপনাকে। ঢাকা থেকে কক্সবাজার পযর্ন্ত প্রায় ৫৫১ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগছে মাত্র ৮ ঘণ্ট ৫০ মিনিট। ভাড়ার ক্ষেতে শোভন চেয়ার ক্লাসের টিকিটের মূল্য ৬৯৫ টাকা থেকে শুরু ২৩৮০ টাকা পযর্ন্ত এখানে এসি রয়েছে। ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া তালিকা।

ট্রেনের নাম ট্রেন রুট শোভন চেয়ার স্নিগ্ধা এসি সিট এসি ব্যর্থ
কক্সবাজার এক্সপ্রেস ঢাকা>কক্সবাজার ৬৯৫ টাকা ১,৩২৫ টাকা ২,৩৮০ টাকা ১,৫৯০ টাকা
পর্যটক এক্সপ্রেস ঢাকা>কক্সবাজার ৬৯৫ টাকা ১৩২৫ টাকা ২,৩৮০ টাকা ১,৫৯০ টাক

মোবাইলে ট্রেনের টিকিট কাটার অ্যাপ খুলার নিয়ম

মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে রেল সেবা এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তারপরে এখানে একটা একাউন্ট খুলতে হবে। রেল সেবা এই অ্যাপটি অপেন করে রেজিস্টার বাটনে চাপ দিতে হবে। তারপরে দেখতে পাবেন ফোন নাম্বার চাইবে, এনআইডি নাম্বার চাইবে এবং জন্ম তারিখ দিতে হবে। একটু নিচে দেখতে পাবেন আই এম নোট রোবট লেখা আছে সেখানে টিক দিতে হবে। 

আপনাকে এখানে ক্যাপচা পুরোন করতে হতে পারে আপনার ক্যাপচা পুরোন করা হয়ে গেলে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। নিচে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে অ্যাপে যে পাসওয়ার্ড দেখাচ্ছে আপনি চাইলে এটাও দিতে পারেন কিন্তু পরবর্তীতে পাসওয়ার্ড লাগতে পারে তার জন্য নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য কেয়েট মাই ওন এখানে চাপ দিন। পাসওয়ার্ড অপশনে আপনার মন মতো পাসওয়ার্ড দিন এবং একই পাসওয়ার্ড  কনফার্মে দিন। 
পাসওয়ার্ড এর পাশে চোখের মতো চিহু আছে আপনি চাইলে তা দেখতে পারেন, মনে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন পরবর্তীতে লগইন করার জন্য। নিচে আপনাকে ইমেইল দিতে হবে, তারপর পোস্টাল কোড চাইবে আপনার এনআইডির পিছনে দেওয়া আছে সেখান থেকে দিতে হবে। আপনার যে অ্যাড্রেস সেটা দিয়ে রেজিস্ট্রেশনে চাপ দিতে হবে। আপনার যে নাম্বার আছে সে নাম্বারে ওটিপি চলে আসবে ভেরিফাই কোডে এই নাম্বারটা বসাতে হবে তারপর ভেরিফাই বাটনটি চাপতে হবে। এর পর দেখতে পাবেন আপনার একাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। 


মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটার সহজ নিয়ম

মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটার জন্য আপনাকে মাই একাউন্টে ক্লিক করতে হবে। টিকিট কাটার জন্য ফোম স্টেশন এখানে ক্লিক করতে হবে। ধরেন আপনি ঢাকা থেকে কক্সবাজারে যাবেন তাহলে প্রথমে ঢাকা দিতে হবে তারপরের অপশনে কক্সবাজার দিতে হবে। তারপরে ক্লাস অপশনে গেয়ে বিভিন্ন ক্লাস আসে আপনি যে ক্লাসে যেতে চান সে অপশনটি ক্লিক করুন। জার্নি ডেট দিতে হবে আপনি কতো তারিখে যেতে চাচ্ছেন সার্চ ট্রেন বাটন চাপতে হবে। তারপরে আপনার সামনে অনেকগুলো ট্রেন সো করবে এখানে দেখতে কোন কোন ট্রেনের সিট ফাঁকা আছে ও টিকিটের দাম কতো সব আপনি দেখতে পাবেন। 

টিকিট কাটবেন কিভাবে যে ট্রেনের সিট ফাঁকা আছে সেখানে ক্লিক করুন তারপর বুক নাউ এ ক্লিক করুন। তারপরে যেগুলো হলুদ হয়ে আছে সেগুলো টিকিট কাটা শেষ। সাদা যেগুলো আছে সেগুলো টিকিট কাটতে পারবেন নিচের দিকে গেলে দেখতে পাবেন সিট নাম্বার দেখাচ্ছে সেখানে একটি বাটনে ক্লিক করুন। কোচ নাম্বার আপনি আপনার মন মতো নিবেন নিচের দিকে আসে কন্টিনিউ পার্সেস এখানে ক্লিক করুন। তারপরে আপনার ফোনে একটি ওটিপি যাবে এখানে বসাতে হবে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। এখানে পাসেঞ্জার এর নাম দেখতে পাবেন প্রসিড অপশনে ক্লিক করুন। এখন আপনি কিসের মাধ্যমে টাকা সেন্ড করবেন সেই অপশনটি সিলেট করে টাকা পাঠাতে পারেন। 

ট্রেনের টিকিটের টাকা ফোনের মাধ্যমে পেমেন্ট করুক

ট্রেনের টিকিটের টাকা পাঠানোর জন্য রেল সেবা অ্যাপে যেতে হবে প্রসিড বাটনের পরে দেখতে পাবেন পেমেন্ট করার অনেকগুলো অপশন আছে। আপনি কিসের মাধ্যমে টিকিটের টাকা পেমেন্ট করতে চান এখান থেকে করে নিন। নিচের গেলে দেখতে পাবেন প্রসিড টু প্লেসমেন্ট এখানে ক্লিক করুন দেখতে পাবেন টিকিট বুকিং কনফার্ম। বিকাশের মতো দেখতে পাবেন এখানে আপনাকে নাম্বার দিতে হবে কনফার্ম এ ক্লিক করুন। 
আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে সেটা বসাতে হবে তারপর কনফার্ম অপশনে ক্লিক করুন, তারপরে বিকাশের পিন নাম্বার চাইবে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করুন। আপনার সম্পূর্ণ টিকিট কাটা হয়ে গেলে ওখানে কংগ্রাচুলেশন লেখাটি দেখতে পাবেন আর পুরো টিকিটটা দেখার জন্য ভিউ টিকিটের ক্লিক কররে আপনার টিকিটটি সম্পূর্ণভাবে দেখতে পারবেন ডাউনলোড টিকিটের ক্লিক করলে আপনি এখান থেকে পিডিএফ ক্লিক করলে পিডিএফ আকারে দেখতে পাবেন। আপনি যেখানে যাবার জন্য টিকিট কেটেছেন তা সম্পূর্ণ হয়েছে। 

লেখকের শেষ কথা 

প্রিয় পাঠকগণ উপরে ঢাকা টু কক্সবাজার বাসের সময়সূচি থেকে শুরু করে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের জন্য বর্তমানে বাস, স্লিপার কোচ এবং ট্রেন এই তিনটি সুবিধা জনক যথাযথ ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে আরামদায়ক ভ্রমনের জন্য স্পিপার কোর্স ব্যবহার করতে পারেন। আবার আপনারা স্বাভাবিক ভাড়ায় এসি ছাড়া বাসেও যেতে পারেন। 

নতুন ট্রেন সার্ভিস চালু হওয়ার ফলে আপনার আরও স্বচ্ছন্দ্যে কম সময়ে কক্সবাজার পৌঁছতে পারেন। ভ্রমণের আগে কোন মাধ্যমটি আপনার জন্য উপযুক্ত হবে তা জেনে পরিকল্পনা করে। টিকিট সংগ্রহ করে যাত্রা আপনার জন্য আরও সহজ ও আরামদায়ক হবে। সমুদ্র শহর কক্সবাজারে ভ্রমণ শুধু নয়নাভিরাম দৃশ্য উপভোগ নয় বরং এটি আপনার জীবনের অন্যতম সুন্দর স্মৃতি হয়ে থাকবে। ধন্যবাদ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নাইস-সল্ভ; আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url